কাপড়ে নানা সময় নানা ভাবে অসাবধানতায় বা রং খেলার ছলে আপনার পচ্ছন্দের কাপড়ে লেগে যেতে পারে রঙের দাগ। যেমন আজ দোলযাত্রা। এই দিনে সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। কিন্তু অনেকে পুরনো জামা-কাপড় পরেই রং খেলে, আবার ও অনেক সময় ভাল জামা-কাপড়েও রং বা আবির লেগে যায়৷
আবার প্রিয় কাপড়ে রং লাগবে বলে রং খেলতে চায় না অনেকে। কারণ সেই রং কোনোভাবেই ওঠতে চায় না৷ তবে রং তুলার কিছু ঘরোয়া উপায় আছে ।
আসুন জেনে নেই কীভাবে ঘরোয়া উপায়ে কাপড়ে লেগে থাকা রং তুলবেন :
উপায় ১:- দোল খেলার পরই কাপড় কেচে ফেলুন৷ রেখে দিলে রং তোলা মুশকিল হবে৷ এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা চামচ ডিটারজেন্ট মেশান৷ এই জলে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর কাচুন৷ রং তোলা সহজ হবে৷
উপায় ২:- রং লাগা কাপড় সাবান জলে কাচার আগে অ্যালকোহলে ভিজিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জলের তলায় ধরে ধুয়ে নিন৷ এবার সাবান জলে কাচুন৷ টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন৷ রং লাগা জামার ওপর ঘষতে থাকুন৷ রং উঠে গেলে কেচে নিন।
যূথী/দীপ্ত সংবাদ