সোমবার, মার্চ ৩, ২০২৫
সোমবার, মার্চ ৩, ২০২৫

রোজায় মাসব্যাপী গণইফতারের ঘোষণা এবি পার্টির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টায় এই গণইফতার অনুষ্ঠিত হবে।

শনিবার (১ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারাদেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি আরো বলেন, সচ্ছল মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এই কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ্যোগ নিতে পারবেন না তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ পাঠিয়ে এই মহৎ কাজে শরিক হতে পারে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান জানান, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্য মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্য কর্মকাণ্ডে। এসব অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকতো। কিন্তু অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোনো দলের সরকার না। তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শংকামুক্ত হবে না? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে, নিরুদ্বেগে ইবাদাত বন্দেগি করতে পারবে না?

এ সময় তিনি রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন; এই পরীক্ষায় সরকারকে পাস করতে হবে অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।

তিনি রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দূর করার জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More