সোমবার, মার্চ ৩, ২০২৫
সোমবার, মার্চ ৩, ২০২৫

দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া, মুখোমুখি বিজিবি-বিএসএফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সীমান্ত আইন লঙ্ঘন করে গভীর রাতে লালমনিরহাট, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ।

শনিবার (১ মার্চ) বিকল সাড়ে ৪টায় এ বিষয়ে সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক হয়।

স্থানীয়রা জানায়, ভারতবাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার) দহগ্রাম কলোনিপাড়া এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে শূন্যরেখার মাত্র ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করা হয়।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদেস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সভায় অংশ নেন।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More