ফেনী শহরের তাকিয়া রোড থেকে গমভর্তি চুরি হওয়া একটি ট্রাক চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্রাকসহ মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৪৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ২৭০ বস্তা গমসহ একটি ট্রাক ফেনী শহরের তাকিয়া সম্রাট ফ্লাওয়ার মিল ইউনিট–১ এর সামনে থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিল মালিক তাজউদ্দিন সম্রাট বাদী হয়ে ফেনী মডেল থানায় এজহার দাখিল করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পর পুলিশ মালামালসহ চুরি হওয়া গাড়ি উদ্ধারে তৎপরতা শুরু করে। এক পর্যায়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ ইউনিয়নের জাহাঙ্গীর সাহেবের বাড়ির সামনে থেকে মালামালসহ গাড়িটি উদ্ধার করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত জাবেদ হোসেন নামের এক ব্যক্তিকে ট্রাকের নকল চাবিসহ আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গাড়িটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
আল–মামুন/ইএ