শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ। আজ সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এটি যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ও চেয়ারম্যান মনোয়ারা বেগম।

শেখ বশির উদ্দিন বলেন, ‘আমার পিতা, শেখ আকিজ উদ্দীন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তিনি তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন তার অসাধারণ মতাদর্শ। পিতার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।’

আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়শিয়াতে এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং।

শেখ বশির উদ্দিনের নেতৃত্বে তার গড়ে তোলা দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের সম্মিলিত প্রচেষ্টায় যথাযথ শিল্প মান বজায় রেখে কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই এ শিল্প গ্রুপের যাত্রা শুরু হলো বলে জানানো হয়।

অনুষ্ঠানে আকিজ এফএমসিজি লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও শেখ আজিজ উদ্দীনসহ শেখ আকিজ উদ্দীনের স্ত্রী, সন্তান এবং গ্রুপের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন অনুষ্ঠানে মরহুম শেখ আকিজ উদ্দীনের স্মৃতি হিসেবে তার ব্যবহৃত ভেসপা প্রদর্শন করে দেখান।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More