টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠান আদালত। তারা হলেন– ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মো. আয়নাল হক
(৩৭), মো. ফজলুল (৪১), আয়নাল হক (৩৭) ও একই উপজেলার মালিরচালা পাহাড়িয়া পাড়া গ্রামের নাসির (৩৫)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা চারটি বাস নিয়ে নাটোরের একটি পার্কে শিক্ষাসফরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল–সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতরা।
এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইল, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। একপর্যায়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাতীয় জরুরি সেবার (৯৯৯) নম্বরে ফোন করে ডাকাতির বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষাসফরে নাটোর চলে যায়। সফর শেষে ঘাটাইল থানায় এসে রাত পৌনে ১২টার দিকে মামলা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।
মামলায় অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করা হয়েছে। ডাকাতরা দশটি মুঠোফোন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করেছে বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল আমলি আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইএ/দীপ্ত টিভি