নোয়াখালী কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপি নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।
অস্ত্রসহ বিএনপি নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র–গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন। তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র তার বাবাকে দিয়ে যান। পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস–চাঁদাবাজি করতেন।
বসুরহাট পৌর বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন বলেন, আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। অস্ত্রসহ বাহারকে আটক করার বিষয়টি শুনেছি। তবে তিনি অস্ত্র কোথায় পেলেন তা জানি না।
খায়রুল/ইএ/এসএ