বিজ্ঞাপন
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কিশলয় কচি-কাঁচার মেলার চারুকলা প্রদর্শনীর পুরষ্কার বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা পরিচালিত কিশলয় চারুকলা কেন্দ্র আয়োজিত ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৪এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, শিল্পানুরাগী, গুণীজন ও উদীয়মান শিল্পীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আলোকিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সভাপতি খোন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে সৌন্দর্যের অর্ঘ্য নিবেদন করেন সঞ্জয় চক্রবর্তী (সহকারী অধ্যাপক, শিল্পকলার তিহাস বিভাগ, চারুকলা অনুষদ), আলপনা চৌধুরী (সহসভাপতি, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা) এবং মাকসুদুল হক বাবলু (পরিচালক, মতলব কচিকাঁচার মেলা)। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও শব্দ সৈনিক এ এম শফিউর রহমান দুলু।

অনুষ্ঠানের অংশ হিসেবে মেলার চারুকলা ও ললিতকলা কেন্দ্রের শিক্ষার্থী তাশফিয়া জান্নাত তার অনুভূতি প্রকাশ করেন। সূচনা পর্বে পরিবেশিত হয় এক দেশীয় সংস্কৃতি ও জনপ্রিয় লোক সংগীতের মেলবন্ধনে চমৎকার একটি গীতিনাট্য, যা পরিচালনা করেন মেলার প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান। কর্মী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় এই গীতিনাট্য দর্শকদের মুগ্ধ করে।

এরপর কিশলয় চারুকলা কেন্দ্রের প্রশিক্ষক সুস্মিতা মুখার্জ্জী মিষ্টি ২১তম চারুকলা প্রদর্শনীর ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে তিনি শিশুকিশোর শিল্পীদের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা ভাবনা, শিল্প দৃষ্টিভঙ্গি এবং কিশলয় চারুকলা কেন্দ্রের পাঠদানের দর্শন তুলে ধরেন। বিশেষ অতিথি ও প্রধান অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং শিশুদের সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি করায় অভিভাবকদের ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণ পর্বে ১২টিশ্রেণির চিত্রশিল্পীদের ১৭৪টি ছবি প্রদর্শিত হয় যার মধ্যে ৯৮জন মেডেল এবং ২৬ জন ক্রেস্ট লাভ করে যা তাদের সৃজনশীল যাত্রার অনুপ্রেরণা হয়ে থাকবে। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন কিশলয় চারুকলা কেন্দ্রের শিক্ষক তাহমিনা আক্তার তিশা ও জেরিন ফারজানা।

১৫ ফেব্রুয়ারি ২০২৫ উদ্বোধন হওয়া এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ, চিত্রশিল্পী সাধনা ইসলাম। আয়োজন উপলক্ষে পুরো কচিকাঁচার মেলা প্রাঙ্গণ বর্ণিল সাজে সেজে ওঠে, যেখানে পটচিত্রের নান্দনিক ব্যবহার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রতিদিন প্রায় ১০০২০০ জন দর্শনার্থী এই আয়োজন দেখতে এসেছেন, যা ছিলো প্রদর্শনীর প্রতি দর্শকদের আগ্রহের প্রতিফলন।

২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৪ ছিল শুধু একটি প্রদর্শনী নয়, বরং বসন্তের উচ্ছ্বাস আর একুশের গর্বকে সঙ্গে নিয়ে এক অনন্য সৃজনশীল উৎসব। রঙের বৈচিত্র্য, আলোআঁধারির খেলায় প্রতিটি শিল্পকর্ম যেন কথা বলছিল, ইতিহাস আর বর্তমানের মাঝে সেতুবন্ধন রচনা করছিল। ক্যানভাসের প্রতিটি তুলির আঁচড়ে ধরা পড়েছিল স্বাধীনতার চেতনা, বর্ণিল বসন্তের প্রাণচ্ছ্বাস এবং একুশের অবিনশ্বর স্মৃতি, যা দর্শনার্থীদের মনে এক গভীর শিল্পানুভূতি জাগিয়ে তুলেছিল।

পুরস্কার বিতরণ পর্বে ১২টি শ্রেণির চিত্রশিল্পীদের ১৭৪টি ছবি প্রদর্শিত হয় যার মধ্যে ৯৮জন মেডেল এবং ২৬ জন ক্রেস্ট লাভ করে।

পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন কিশলয় চারুকলা কেন্দ্রের শিক্ষক তাহমিনা আক্তার তিশা ও জেরিন ফারজানা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ, সাধনা ইসলাম।

প্রতিদিন প্রায় ১০০২০০ জন দর্শনার্থী এই আয়োজন দেখতে এসেছেন, যা ছিলো প্রদর্শনীর প্রতি দর্শকদের আগ্রহের প্রতিফলন।

ইএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More