শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

কি হচ্ছে নতুন দলের প্রতীক, নানা গুঞ্জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রজনতার নতুন রাজনৈতিক দল। দলের প্রধান হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম শোনা গেলেও সদস্য সচিব কে হবেন, সে বিষয়ে এখনও আলোচনা চলছে।

নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এসময় দলের প্রতীক ও নাম প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

সামান্তা শারমিন জানান, দলটির প্রতীক নিয়ে নানা ধরনের প্রস্তাব আসছে। কেউ কেউ বুলড্রেজার, কেউ কেউ তলোয়ার, কেউ কেউ দোয়াত কলম এবং কোরআনের প্রস্তাবও করেছেন অনেকে। তবে, দলটির প্রতীকে যেন ছাত্রজনতার চেতনা এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় সে বিষয়ে প্রাধন্য দেয়া হবে।

মুখপাত্র বলেন, ‘আমরা চাই, আমাদের দলের প্রতীক এমন কিছু হোক যা ছাত্রজনতার সংগ্রাম এবং অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করবে। সেই প্রতীকে যেন আমাদের নীতি, আদর্শ এবং লক্ষ্য স্পষ্টভাবে ফুটে ওঠে।

রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, নতুন এই দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজনৈতিক ব্যবস্থায় নতুন উদাহরণ সৃষ্টি করবে।

এখনও দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে দলের নেতারা আশা করছেন, খুব শিগগিরই তারা তাদের কাজ শুরু করবেন এবং দেশের জনগণের কাছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরবেন।

ইএ/এমএম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More