টেনিস কোর্টে নিজের এক নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন নোভাক জোকোভিচ। ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই সার্বিয়ান কিংবদন্তি এবার ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন ২৪ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জোকোভিচের।
২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি। বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জোকোভিচ। জিমি কোনর্সের একশো ৯টি এবং রজার ফেদেরারের একশো তিনটি খেতাব ছাড়া, আর কারো নেই এই কৃতিত্ব।
হাসিব/আল