যশোরের গদখালির ফুল চাষের প্রথম উদ্যোক্তা মো. শের আলী সরদার (৭৫) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শের আলী সরদার ছিলেন বাংলাদেশের বাণিজ্যিক ফুল চাষের অন্যতম পথপ্রদর্শক। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের মেধাবী এই কৃষক ফুল চাষের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব আনেন। ১৯৮২ সালে তিনি প্রথম বাণিজ্যিক ফুল চাষ শুরু করেন এবং তার নেতৃত্বে গদখালী এলাকা দেশের ফুল চাষের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে।
ফুল চাষের প্রসারে তিনি বিশ্বের ১৭টি দেশ ভ্রমণ করে বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করেন। তার এই জ্ঞান ফুল চাষের সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তার অবদানে, বর্তমানে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফুল চাষে লাখো মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে।
শের আলী সরদার সারাজীবন ধরে দেশের ফুল চাষ খাতকে বাণিজ্যিক রূপ দেয়ার প্রচেষ্টা করেছেন। তবে তাকে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি।