০
ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ‘ প্ল্যাটফর্মের প্রায় ২ হাজার ৩৫৬ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে নগদ– এর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন– দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক।
অভিযানে অংশ নেয়া দুদক কর্মকর্তারা জানান, নগদের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার অতিরিক্ত ই–মানি তৈরি ও ১ হাজার ৭১১ কোটি টাকার তহবিল সরিয়ে নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালায় দুদক।