বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গতমাসে মাসে নারী ক্রিকেট দলের দায়িত্ব দায়িত্ব ছেড়ে দেন, লঙ্কান কোচ হাশান তিলকারত্নে। এবার তার স্থলাভিষিক্ত হিসেবে অভিজ্ঞ দেশি কোচ সারোয়ার ইমরানকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
এর আগে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ ছিলেন সরোয়ার ইমরান।
ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরে জ্যোতিদের সামনে সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপে খেলার। তবে ওয়ানডে সিরিজ হেরে এখন বাছাইপর্বে খেলে আসন্ন ভারত বিশ্বকাপে জায়গা করে নিতে হবে বাংলাদেশ দলের। ২০২৫ নারী বিশ্বকাপে খেলতে টাইগ্রেসদের দরকার ছিল অন্তত আরও এক পয়েন্ট। সেক্ষেত্রে একটি ড্র ম্যাচও গড়ে দিতে পারতো বড় ব্যবধান। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি জেতার কারণে বিশ্বকাপে চলে যায় কিউই মেয়েরা। বাংলাদেশ জেতে ৮ ম্যাচ এবং নিউজিল্যান্ডের জয় ৯টিতে। এখন বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে। সেখান থেকে সেরা দু’দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।
আল