দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ থেকে কোনো অপরাধী পালিয়ে যেতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা দীর্ঘদিন ধরে দেশের সম্পদ লুট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, মানবাধিকার সংস্থাগুলো দমন ও প্রশাসনকে নিয়ন্ত্রণে এনে রাষ্ট্রকে করায়ত্ত করার অপকৌশল নিয়েছে।’
গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
এ অভিযান পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘জয়েন্ট অপারেশন সেন্টার’–এর মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়ে যথাক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।