গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ–৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিনের টেপির বাড়ি গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল দীপ্ত নিউজকে জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাবেক এমপি চয়ন ইসলাম টেপির বাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র–জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চয়ন ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে বলে জানা গেছে।