বিপিএলে ধারবাহিকতা বজায় রেখেছে ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে দাপট দেখানোর পর প্রথম কোয়ালিফায়ার জিতেই ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস। অন্যদিকে প্রথমবার শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় কিংসরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের–ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
এবারের বিপিএলের জন্য ইতোমধ্যেই প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। বাড়ানো হয়েছে এবারের প্রাইজমানির প্রমাণ ও সংখ্যাও। দল ও ব্যক্তিগত পর্যায়ে মোট ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।
যেখানে সর্বোচ্চ চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। গতবার চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল ২ কোটি। এবার ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রাইজমানির পরিমাণ বাড়ানো হয়েছে রানার্সআপ দলের ক্ষেত্রেও। ফাইনাল হারা দল এবার পাবে ১ কোটি ৫০ লাখ টাকা। যা গতবার ছিল ১ কোটি টাকা। অর্থাৎ তাদের জন্যও ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে।
আসরে তৃতীয় হওয়া দল পাবে ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া দল পাবে ৪০ লাখ টাকা।
আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও পাবেন সমান ৫ লাখ টাকা করে।
এবারের আসরে থাকছে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। তরুণদের মধ্য থেকে আসরের সেরা পারফর্মার পাবেন ৩ লাখ টকা। আর সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকা।