গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএলের ১১তম আসরের। প্রায় দেড় মাসের জমজমাট লড়াই শেষে ফাইনালের অপেক্ষায় এবারের আসর। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
এদিকে প্রথম কোয়ালিফায়ারে না জিতেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরুবার বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। ওই ম্যাচে বরিশাল ও চট্টগ্রাম মুখোমুখি হবে। বিপিএলের গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়।
তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়াম।
টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি–স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ।
আল