বিগত ১৫ বছরে দেশের বহু কৃষক ঋণের দায়ে আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের মাঠে কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি।
অমিত বলেন, কৃষকরাই বাংলাদেশের প্রাণ। কৃষকরাই প্রকৃতির অপার সৃষ্টি। তারা তাদের কর্ম দিয়ে দেশের কোটি কোটি মানুষের মুখের অন্যের যোগান দিচ্ছে। অথচ তাদের কল্যাণে বিগত ফ্যাসিস্ট সরকার কিছুই করেনি। বরং বার বার কৃষি উপকরণের দাম বাড়িয়ে তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল। যার কারণে গত ১৫ বছরে সারা দেশের বহু কৃষককে ঋণের জন্য আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ দেশের প্রেক্ষাপট পাল্টেছে। এখনই সময় কৃষকদের জন্য কিছু করার।
তিনি আরও বলেন, আগামীতে জনগণের রায় নিয়ে বিএনপি দেশ ও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাজেটকে কৃষিবান্ধব হিসেবে ঘোষণা করা হবে।
চুড়ামনকাঠি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে কয়েক হাজার কৃষক নিজেদেন উৎপাদিত বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সিম, আলু, পটলসহ নানারকম কৃষি পণ্য নিয়ে হাজির হন এবং নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
জুবায়ের আহমেদ/এজে/ দীপ্ত সংবাদ