বিজ্ঞাপন
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শ্রমিক হত্যা মালায় আনিসুল হকের ৩ দিনের রিমান্ড

Avatar photoমৃন্ময় মাসুদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে শ্রমিক আশিক মিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, রিমান্ডে আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। সেই সময় আরও কারা জড়িত ছিল, তাও জানা যাবে।

গত ৪ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকাসিলেট মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর পশ্চিমপাড়ার বাসিন্দা ও কাঁচপুর বিসিক শিল্পনগরীর একটি কারখানার শ্রমিক আশিক মিয়া (২০)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক পাঁচ সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার ও লিয়াকত হোসেন খোকা। এছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানও আসামির তালিকায় রয়েছেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More