ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আবারও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে শনিবার স্থানীয় সময় দুপুরে দোহায় পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা করেন। কাতারে রবিবার (৫ মার্চ) সকালে এলডিসি সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার সফরের শুরুতেই স্থানীয় সময় বিকেলে ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।
এতে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর দাবি তোলেন প্রধানমন্ত্রী। এ যুদ্ধে পুরো দুনিয়া ভোগান্তিতে পড়েছে বলে জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের পক্ষে থেকে সংকটগুলো তুলে ধরা হয় ।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের স্বদেশে ফিরে যেতে পারেন, সেজন্য বিশেষ পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে তার সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিবকে আরও রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করতে সহযোগিতা করার অনুরোধ জানান।
এমি/দীপ্ত