সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৫ সালের ১ মার্চ। এখন চলছে পবিত্র রমজান মাসের প্রস্তুতি।
প্রস্তুতির অংশ হিসেবে মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেয়া হয়েছে।
মসজিদুল হারাম পরিচালনা পরিষদ কর্তৃক ঘোষিত ৭ ইমাম হলেন– শায়খ আবদুর রহমান আস সুদাইস, শায়খ মাহের আল মুয়াইকলি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ বান্দর বালিলা, শায়খ ইয়াসির দওসারি, শায়খ বদর আল তুর্কি এবং শায়খ ওয়ালিদ আল শামসান।
মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মক্কার মসজিদুল হারামে তারাবির ইমামের নাম ঘোষণা করা হলেও এখনও ঘোষণা করা হয়নি মসজিদে নববীর তারাবির ইমামদের নাম।
এসএ