ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিজাম উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালহুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী সাড়াতলা গ্রামের কৃষক নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খালিশপুর বাজারে যাচ্ছিলো। পথে খালিশপুর–চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা গ্রামের হক ব্রিকস এলাকায় কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাজিম উদ্দিন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী থান জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরিবারের কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ