কানাডিয়ান পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে এবার মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করেছে কানাডা। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শুল্ক আরোপের ঘোষণা দেন।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন। ট্রাম্প এর পাশাপাশি চীনের পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপেরও আদেশ দিয়েছেন।
ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কানাডা পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পদক্ষেপের সরাসরি প্রভাব বাজার দর এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর পড়বে।’
কানাডা, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের পদক্ষেপের পাল্টা হিসেবে নেয়া ব্যবস্থা বিশ্ববাজারে মন্দাভাব এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে বলে অর্থনীতিবিদরা মন্তব্য করছেন।
এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন–ট্যারিফ পদক্ষেপসহ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে।’