কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই স্লোগানে শুরু হয়েছে লালন স্মরণ উৎসব। তিন দিন ব্যাপি চলবে এই আয়োজন। এতে যোগ দিয়েছেন দেশ–বিদেশের লালন ভক্ত ও সাধুরা।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাউল সম্রাট ফকির লালন শাহের লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগরে যুগ্ম–সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ।
ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় দোল পূর্ণিমাতে সাধু ও ভক্তদের নিয়ে সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় তাঁর ভক্ত–অনুরাগীরা প্রতিবছর এই উৎসব করে আসছেন। বরাবরের মতো এবারও এই উৎসবে অংশ নিয়েছেন তাঁর ভক্তরা। ছোট ছোট দলে ভাগ হয়ে দরদী গলায় তারা গেয়ে চলছেন লালন সাঁইজির গান।
বাউলরা বলছেন, মানবতার জয়গান ও আত্মশুদ্ধির জন্য এই সাধুসঙ্গ দিয়ে থেকেন তাঁরা। এছাড়া দোল উৎসব ঘিরে বাউল সাধু ও লালন অনুসারীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে।
লালনের আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, হাজারো ভক্ত-অনুসারী দূরদূরান্ত থেকে ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে জড়ো হয়েছেন। অনেক বাউল তাঁর সঙ্গিনীকে নিয়ে এসেছেন। মিলনায়তনের নিচে বসার জায়গায় এখন তিল ধারণের ঠাঁই নেই।
১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক তার মৃত্যুর পরও এই উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এবারও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই স্মরণোৎসবের আয়োজন করেছে।
যূথী/দীপ্ত সংবাদ