কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নির্যাতনের ঘটনায়, ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।
একইসাথে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
এদিকে, নতুন হলে সিট পেয়েছে নির্যাতনের শিকার ছাত্রী। নতুন হলে সিট পেয়ে উচ্ছ্বসিত ভুক্তভোগী ছাত্রী।
ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশ বাস্তবায়ন নিয়ে শনিবার বৈঠকে বসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। বৈঠকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং সংগঠনটির কর্মী তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মীম, হালিমা আক্তার ঊর্মি ও মাওয়াবিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
নির্যাতনে জড়িতদের আজীবন বহিস্কার চান ভুক্তভোগী শিক্ষার্থী। হাইকোর্টের আদেশ অনুযায়ী তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।
গত ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় বিষয়টি হাইকোর্টে গড়ায়।
আফ/দীপ্ত সংবাদ