দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জে জেলার টঙ্গীবাড়ি থানার অন্তর্গত কামারখাড়া ইউনিয়নে যুবদলের অফিস উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য শামীম মোল্যা, টঙ্গী বাড়ী উপজেলা যুবদল আহ্বায়ক আনিস ব্যাপার, টঙ্গী বাড়ী উপজেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবির কাজল হালদার, মুন্সিগঞ্জ ৩নং ওয়ার্ড পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী লিটন, কামারখাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল মোল্লা ও আয়োজনে কামাড়খাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল ঢালী। এছাড়াও পার্শ্ববর্তী ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি‘র আহ্বায়ক সদস্য শেখ জামাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা, দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।