সাইবার সিকিউরিটি আইনের অধীনে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। সাইবার সিকিউরিটি আইন প্রত্যাহার বা সংশোধনের কাজ করছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পরামর্শ চাইলে দিচ্ছে আইন মন্ত্রণালয়।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের “মত প্রকাশের স্বাধীনতা” নিয়ে দায়ের সব মামলা প্রত্যাহার করা হবে, আগামী ২ সপ্তাহের মধ্যে। এই ধারায় ৩৩২ টি মামলা হয়েছে। এখন পর্যন্ত প্রত্যাহার হয়েছে ১৩২টি।
‘আওয়ামী লীগ সরকারের আমলের সব গায়েবি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা সনাক্ত করা হয়েছে।
গত ৫ আগস্টের পরে যেসব হয়রানিমুলক মামলা হয়েছে সেগুলো সরকার করেনি জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই মামলাগুলোর বস্তুনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেপ্তার না করে সরকার এ নির্দেশনা দিয়েছে। বিচারবিভাগ স্বাধীন, ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে।’
এসএ