মাঘের শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন। মাঝারি শৈত্য প্রবাহের পর সামান্য পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেলেও মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এছাড়া হাসপাতালগুলাতে বেড়েছে শীত জনিত রােগীর সংখ্যা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০. ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।।
দিনভর প্রবাহিত হচ্ছে হিম শীতল ঠান্ডা বাতাস। শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলর জনজীবন। সকালে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ।
দুপুরের পর পরই তা মিলিয়ে যাচ্ছে। বিকেল থেকেই বেড়ে যাচ্ছে ঠান্ডা বাতাসের প্রবাহ। রাত যত গভীর হয় ঠান্ডা বাতাস আর শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। সন্ধ্যার পরপরই ফাকা হয়ে যাচ্ছে শহরের লোকসমাগম। প্রয়ােজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় সবচেয়ে ভােগান্তি বেড়েছে শ্রমজীবী মানুষের। দিনের বেলা শহরে লােকজনের উপস্থিতি কম হওয়ায় দােকানপাট খুলছে অনেক দেরিতে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রােগীর সংখ্যা।
গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন এই তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
গােফরান বিপ্লব/ এজে / দীপ্ত সংবাদ