ভারতের মুম্বাই শহরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) মুম্বাই পুলিশ জানায়, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।
মুম্বাই পুলিশ উপকমিশনার দীক্ষিত গেডাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শেহজাদ প্রায় প্রায় ছয় মাস আগে শহরে আসেন এবং ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে একটি হাউজকিপিং সংস্থায় কাজ করছিলেন।
তবে, শেহজাদের আইনজীবী সন্দীপ শিখান সাংবাদিকদের বলেন, তার মক্কেলকে ‘বলির পাঁঠা‘ বানানো হচ্ছে। তিনি বাংলাদেশের নাগরিক এমন কোনো নথিপত্র প্রমাণ হিসেবে নেই।“
উল্লেখ্র, মুম্বাইয়ের উপকণ্ঠে থানে জেলা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।
এসএ