নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। আইন–কানুন বিধি বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। মানুষের সন্দেহ দুর করতে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগুচ্ছে ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।
ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি উল্লেখ করে সিইসি জানান, তারা ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এতো দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করলো, যা আজ শুরু হলো।
তিনি আরও জানান, আমরা ছয়মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। হিউজ প্রোগ্রাম নিয়েছি যাতে নির্দিষ্ট সময়ের শেষ করতে পারি।
উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪ হাজার ৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। নির্বাচন ভবনে সিইসির কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।
প্রসঙ্গত, সোমবার (২০ জানুয়ারি) সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।
এসএ