নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথে কোনো অরাজকতা চলবে না। আগে স্বৈরাচারী সরকার যা খুশি তা করেছে। সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন, আসা করি অতীত থেকে তারা শিক্ষা নেবেন, কী করলে কী হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আশা করি, আগামীতে যারা সরকারে আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন, তাহলে আগামীতে কি হয় বলতে পারব না। তবে আমরা যতদিন আছি, অরাজকতা চলবে না।’
তিনি বলেন, ‘ঝড়–বৃষ্টিতে মানুষ যাতে নিরাপদে লঞ্চে উঠতে পারে, সেজন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভোলা জেলার মনপুরাসহ বেশ কয়েকটি স্থানে ঘাট নির্মাণ হচ্ছে। আমি স্থান পরিদর্শনে এসেছি। আমাদের কাজ অতিসত্ত্বর শুরু হবে। এ বছরের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।’
এ সময় ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আল