৫
অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে শনিবার। নিজেদের প্রথম ম্যাচে বেলা সাড়ে ১২টায়, নেপালের মুখোমুখি বাংলাদেশ।
মূল আসরে নামার আগে, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‘র বিপক্ষে খেলা দু‘টি প্রস্তুতি ম্যাচেই জয় পায় সুমাইয়া আক্তারের দল। তাতে বেশ আত্মবিশ্বাসী জুনিয়র টাইগ্রেসরা। এছাড়াও গত ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালও খেলেছে দলটি।
তাতে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর বার্তা দিচ্ছেন নারীরা। এরআগে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সকাল সাড়ে আটটায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড।