প্রায় পৌনে তিন ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগে। এরপর তা নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে।
আগুনের কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে সাত তলা ভবনটির ৫ম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। চামড়ার গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ‘একটি সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গোডাউনে সোয়া দুইটার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর যায় বাকি ইউনিটগুলো।’
ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ১ প্লাটুন সদস্য উদ্ধার কাজে সহায়তা করে।
আল