বিজ্ঞাপন
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করব না : সারজিস আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করব না। তবে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া অবাস্তব এবং অসম্ভব।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এতবড় একটি অভ্যুত্থান, এত রক্ত, জীবনসামগ্রিক সব কিছুর যে চাওয়া, এই চাওয়াটা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে তাদের কাছে ক্ষমতা যাবেকোন সমস্যা নাই। কিন্তু ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, বিচার ব্যবস্থা সংস্কারএটা এক কথায় অসম্ভব।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে বলেছিলেন, ২০২৬ সালের মাঝামাঝির আগেই নির্বাচন দেবেন। অর্থ্যাৎ, অভ্যুত্থানের পর দুই বছরও হচ্ছে না। তারা যদি মনে করেন আরও ২ থেকে ৪ মাস আগেই নির্বাচন দিবেনতাও যৌক্তিক হতে পারে। আমরা এমনটাও শুনেছিলাম ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২৬এর জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব। এক কথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে আমরা দ্বিমত করব না।

সারজিস আরও বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলোনির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো হওয়ার পর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশাআকাঙ্খা অনুযায়ী আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি তা পূরণ হবে বলে মনে করছি।

এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, অন্যায়অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায়, আমরা প্রাণপণ সেই চেষ্টা করবো।

এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু উপস্থিত ছিলেন।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More