নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের তারিখ কমিশনের হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতে রাজনৈতিক মতৈক্য হলে আমরা সে অনুযায়ী নির্বাচন করব। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভোটার হালনাগাদ ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতে ভোটার তালিকা সম্পর্কে সন্দেহ থাকায় বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ শেষে সংযোজন বিয়োজন করে নতুন তালিকা প্রকাশ করা হব।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।
সভায় খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ