বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানী সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, এস কে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে নেওয়া হবে।
এর আগে, গত ২৩ ডিসেম্বর সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় এস কে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক।
উল্লেখ্য, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
এসএ