দক্ষিণী সিনেমার খ্যাতিমান তারকা রজনীকান্তকে নিয়ে ভক্তদের যেন উন্মাদনার শেষ নেই। সবাই তার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। দক্ষিণী সিনেমার এই মহাতারকার আসন্ন তামিল সিনেমা ‘জেলার’-এর কাজ শেষের দিকে বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি আরও একটি সুখবর দিলেন ভক্তদের।
রজনী এরই মধ্যে আরও একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি সম্পন্ন করেছেন। অভিনেতার ১৭০তম সিনেমা হতে যাচ্ছে এটি। জানা গেছে, এই সিনেমায় একজন মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করবেন টিজে জ্ঞ্যানাভেল। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালে। সিনেমাটির নাম এখনো প্রকাশ করা হয়নি।
টুইটারে এই ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনস। তারা লিখেছে, ‘রজনীকান্তের সঙ্গে আমাদের পরের কাজটির কথা ঘোষণা করতে পেরে আমরা ধন্য।’ সিনেমাটির শুটিং শুরু হবে শিগগির।
রজনীকান্ত এখন ব্যস্ত ‘জেলার’সিনেমার ডাবিং নিয়ে। ‘জেলার’ সিনেমাটির শুটিং হয়েছে মূলত একটি জেলের মধ্যে। শিব রাজকুমার, মোহনলাল, জ্যাকি শ্রফ, তামান্না ভাটিয়ার মতো তারকা অভিনয় করছেন এই সিনেমায়। রজনীর ভক্তরা আশা করছেন ‘জেলার’ সিনেমাটি বেশ সাড়া ফেলবে।
এমি/দীপ্ত