মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সড়ক দুর্ঘটনার এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে নিহত দুজন ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তিরা হলেন– আব্দুল্লাহ পরিবহন বাসের সুপারভাইজার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার মধ্যে ঢাকা–শ্রীনগর রুটের আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস শ্রীগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান পার্কিং করা ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের সাত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, ‘দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজন মৃত ছিল।
এদিকে শুক্রবার (৩ জানুয়ারি), শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ভোর পৌনে পাঁচটার দিকে পূর্বাশা পরিবহনের ঢাকাগামী একটি বাস পেছন থেকে আরেকটি যানবাহনকে ধাক্কা দেয়। এ সময় বাসচালকের সহকারী ও সুপারভাইজর গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার ব্যাপারে হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এসএ