দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বৃদ্ধি পেলেও দুইদিন ধরে সর্বোনিন্ম তাপমাত্রার পারদ একই ঘরে অবস্থান করছে ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
গতকাল বৃহম্পতিবার সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ এই তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ ।
রাত থেকে সকাল পর্যন্ত ঘণ কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। হিমালয় থেকে প্রবাহিত হচ্ছে হিমশীতল বাতাস। কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবরণের চেস্টা করছেন অনেকে ।
বিকেল থেকেই শুরু হয় হীমশীতল বাতাস। রাত যত গভীর হয় ঠান্ডা বাতাস আর শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেড় হননা। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমুল ও নিন্ম আয়ের মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কম হওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেড়িতে।
বিপ্লব/আল