আগামী ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সফরসঙ্গী সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্য।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার।
দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল।
এছাড়া সাতজন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন গৃহকর্মী। দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া ফুসফুস, কিডনি, হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।