দিনাজপুর ফুলবাড়ীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটারের ৬টি অবৈধ চায়না দুয়ারী (রিং জাল) এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত এসব অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামাহ্ তমাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার প্রমুখ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় ছোট যমুনা নদীর তীরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে মালিক বিহীন অবস্থায় ৬টি অবৈধ চায়না দুয়ারী (রিংজাল) এবং ২টি কারেন্ট জাল সহ প্রায় ৫০০ মিটার জাল জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, অবৈধ চায়না দুয়ারী জালের কারণে দেশীয় মাছসহ মাছের রেণু ও পোনা এবং বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এর ব্যবহার বন্ধ করতে ১৯৫০ সালের মৎস সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/দীপ্ত নিউজ