চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে আন্ত:জেলা ছিনতাই ও চোরাই মোবাইল ক্রয়–বিক্রয় চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৭টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।
শনিবার (১৫ জুলাই) রাত থেকে রবিবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, চক্রের মূল হোতা আশিকুজ্জামান রুপক (২৭), সাহিল (২৪), শুবেন্দ্র (২৮), মঞ্জুরুল (৩৮), আজাহারুল (২৪), শুভ (৩০), তাপস (২০), বিশ্বজিত (২২), নাহিদ (২০) ও আব্দুল্লাহ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভাধীন হাউসপুর ব্রিজ সংলগ্নে চোরাই মোবাইল সেট ক্রয়–বিক্রয় হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চক্রের মূল হোতা রুপক এবং চোরাই মোবাইল ক্রেতা বিশ্বজিত অধিকারী ও নাহিদকেও আটক করে পুলিশ।
আরও জানা যায় , তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের আইএমই পরিবর্তন ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাবাদে আরো ৬ সদস্যের নাম প্রকাশ করে ছিনতাই ও চোর চক্রের সদস্যরা। তাদের নিকট থেকে আরো ৫ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা মোবাইল চোরচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জান্নাতুল/এসএ/দীপ্ত নিউজ