আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর–২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ ব্যবসায়ী মো. ফয়জুন্নুর আকন রাসেল।
এনসিপি‘র অঙ্গ সংগঠন ‘জাতীয় পেশাজীবী ঐক্য‘র এই সদস্য ইতোমধ্যে এনসিপি মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।
ফয়জুন্নুর রাসেল তরুণ উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে বেশ সফলতা অর্জন করেছেন। তিনি নূরাণী ইন্টেরিয়র ও নূরাণী রেডিও‘র কর্ণধার। আইটি ও ইন্টেরিয়র খাতে তার উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।
সংগঠক হিসেবেও রাসেলের অর্জন ঈর্ষণীয়। তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, এসিয়া পেসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিল (এপিডিসি)-এর ডেভেলপমেন্ট অফিসার এবং বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিকা) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর বাইরেও ফয়জুন্নুর রাসেল বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
করোনা মহামারির কঠিন সময় চাঁদপুর জেলার দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান রাসেল। নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, যা তিনি এখনো অব্যাহত রেখেছেন।
মনোনয়ন পেলে জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফয়জুন্নুর রাসেল। তিনি বলেন, “চাঁদপুর–২ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি মনোনয়ন চাইছি। দল আমাকে মনোনীত করলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবো।”
এদিকে এনসিপি দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চাঁদপুর–২ আসন থেকে এনসিপির মোট ৪জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মাসউদ/এসএ