দেশের তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা ও বুথ আজ রবিবার (১৩ এপ্রিল) বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম)।
প্রজ্ঞাপনে ডিওএস জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (২৭ মার্চ) প্রজ্ঞাপন অনুযায়ী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে সরকার দেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করায় সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা ১৩ এপ্রিল বন্ধ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ডিএফআইএম জানায়, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে সরকার দেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করায় সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাথা ও বুথ ১৩ এপ্রিল বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চৈত্র মাসের শেষ দিন আজ। শেষ হচ্ছে ১৪৩১ বঙ্গাব্দ। বাংলা মাসের সবশেষ এই দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয়। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩২।
এসএ