সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৩ বলে ওয়াইডসহ ৪ রান। চতুর্থ বলে ফুলটস পেয়ে ছক্কা মেরেছিলেন ফন মিকেরেন। পঞ্চম বলে আবার তুলে মেরেছিলেন, তবে বাউন্ডারির বেশ ভেতরেই পড়েছে সেটি। শেষ বলে গিয়ে ক্যাচ দিয়েছেন মিকেরেন। ৯ রানে জিতে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশের এটি প্রথম জয়।
ছবি: এএফপি
১৪৪ রানের সংগ্রহ লড়াই করার মতোই ছিল। তবে তাসকিন আহমেদ প্রথম ২ বলেই ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেন নেদারল্যান্ডসকে। এরপর সাকিবের ওভারে ২ রানআউটে চাপ আরও বাড়ে ডাচদের। সেটি থেকে আর বের হতে পারেনি তারা।
বলতে গেলে একা লড়াই করেছেন কলিন অ্যাকারম্যান, তবে দলকে পার করাতে পারেননি। ব্যাটিং খুব একটা সন্তোষজনক না হলেও বোলিং ও ফিল্ডিং সাকিবকে সন্তুষ্টই করার কথা। অবশ্য পঞ্চম বোলার হিসেবে মোসাদ্দেক ও সৌম্যকে খেলানোর কৌশল নিয়ে বাংলাদেশ দলকে ভাবতে হবে নতুন করেই।