মাত্র ৯০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন ময়মনসিংহের ত্রিশালের দশ বছরের শিশু মোহাম্মদ মাহাদী হাসান। দ্রুত সময়ে হিফজ সম্পন্ন করায় তার পরিবার, শিক্ষক ও স্থানীয়রা উচ্ছ্বসিত।
মাহাদী ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাজিব আহমেদ ও শাপলা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান। সে স্থানীয় ইল্ মূল কুরআন আদর্শ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
মাহাদীর বাবা রাজিব আহমেদ বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হওয়া, কিন্তু তা সম্ভব হয়নি। ছেলের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় তিনি গর্বিত ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি মাদরাসার শিক্ষকদের প্রতিও ধন্যবাদ জানান।
শিশু হাফেজ মাহাদী হাসান জানায়, আল্লাহর রহমত ও ওস্তাদদের সহায়তায় এটা সম্ভব হয়েছে। আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।
ইল্ মূল কুরআন আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ আবু সায়েম বলেন, মাহাদীর এই অর্জন মাদরাসার জন্য গর্বের। ভবিষ্যতে সে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে বলে আশা করেন তিনি।