মাত্র আট মিনিটের মধ্যে করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারপরও অবশ্য পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টেই পিছিয়ে থাকলো তারা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, নিচের সারির দল ভায়াদোলিদকে শুরু থেকেই চাপে রাখে রিয়াল। ২২ মিনিটেই তাদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান সেনসেশন রড্রিগো। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।
তবে সেখানেই থেমে না থেকে ২৯ থেকে ৩৬ মিনিটের মধ্যে টানা তিন গোলে তুলে নেন হ্যাটট্রিক। ১৯৯২ সালে ফার্নান্দো হিয়েরোর পর রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাটট্রিক এটি। ৩১ বছর আগের সেই ম্যাচের মতো আজ অবশ্য ৭–০ গোলে জিততে পারেনি রিয়াল। তবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল কমও করেনি ইউরোপ ও স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। রিয়াল ভায়াদোলিদকে ৬–০ গোলে হারিয়েছে রিয়াল। বেনজেমার হ্যাটট্রিকের আগে–পরে রিয়ালের অন্য ৩ গোল রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেজের।
এই জয়ের পরও অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকল রিয়াল। গত রাতে এলচেকে ৪–০ গোলে হারানো বার্সার পয়েন্ট ২৭ ম্যাচে ৭১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৯।
সেই সাথে, চলতি লিগে বেনজেমার ১৪ গোল কোরে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। বিরতির পর বেনজেমাকে তুলে নিলেও আরও দুই গোল পেয়েছে রিয়াল।
এফএম/দীপ্ত সংবাদ