বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল কর্মীদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা বিজ্ঞপ্তিতে ৭টি বিশেষজ্ঞ টিম ও টিম হেড–এর নাম চূড়ান্ত করা হয়েছে।
অনুমোদিত ৭টি টিম ও টিম হেড তালিকা উল্লেখ করা হলো:
১. স্পোকসপারসন (দলীয় মুখপাত্র): ড. মাহদী আমিন
২. প্রেস (মুদ্রিত ও অনলাইন সংবাদমাধ্যম): ড. সালেহ শিবলী
৩. টিভি ও রেডিও (ইলেকট্রনিক মিডিয়া): ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল
৪. বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (তৃণমূল যোগাযোগ): ড. জিয়াউদ্দিন হায়দার
৫. অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান
৬. কনটেন্ট জেনারেশন (প্রচারণামূলক বিষয়বস্তু তৈরি): ড. সাইমুম পারভেজ
৭. রিসার্চ ও মনিটরিং (গবেষণা ও পর্যবেক্ষণ): রেহান আসাদ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন এ্যাড রুহুল কবীর রিজভী।
এসএ