আবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। ৭৯ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসি।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর টিসিবি ভবনে সংবাদ সম্মেলনে, অক্টোবর মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করে সংস্থাটি।
নতুন এ দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির জন্য ডলারের দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে বিইআরসি।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা।
এসএ/দীপ্ত নিউজ