ইংল্যান্ডের ৩৫১ রানের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিলো স্টিভেন স্মিথের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৫২ রানের বড় সংগ্রহ অস্ট্রেলিয়া তাড়া করে ফেললো ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই।
এর আগে বেন ডাকেট বড় এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে উঠিয়ে দেন রানপাহাড়ে। বাঁহাতি এই ওপেনারের ১৬৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩০৭ রান তাড়া করে ইংল্যান্ডের জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন অজিরা। এমনকি আইসিসির টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি রান তাড়া করে জেতারও রেকর্ড। শুধু তাই নয় আইসিসির ওয়ানডে টুর্নামেন্টেও সবচেয়ে রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভালে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানই ছিল সর্বোচ্চ।
আল